আসুন বেশি বেশি ফলের গাছ লাগাই।



কোন মুসলিম যদি একটি গাছ লাগায় এবং ঐ গাছটিতে ফল ধরার পর যদি কেউ খায়, তবে তার জন্য তা সাদাকা, তা হতে যদি চুরি হয়ে যায়, তবে তাও সাদাকা, তা হতে যদি জীব-জন্তু খেয়ে ফেলে, তাও তার জন্য তা সাদাকা, যদি কিছু পাখি খায় এটাও তার জন্য সাদাকা এবং কেউ যদি পেড়ে খায় তবুও তার জন্য তা সাদাকা।

No comments

Powered by Blogger.