এটা থেকে দুরে থাকুন।


চালাক চালাক ভাব নিবে না, নিজেকে যত চালাকই মনে করো। বোকারাই নিজেদের খুব চালাক মনে করে আর ধরা খায়। তাই একজন সাধারন সহজ সরল ভাবে চলো। চেহারায় ব্যক্তিত্ব ও গাম্ভীর্য আনো, তাতে সমস্যা নাই। কিন্তু খুব চালাক, প্রভাবশালী ইত্যাদি চেহারায় আনবে না, করান এগুলো তোমার মাথা থেকে আসে, চেহারায় না থাকলেও তোমার কাজের মাধ্যমে তুমি নিজেকে বুদ্ধিমান পরিচয় দিতে পারবে।

No comments

Powered by Blogger.