তুমি কাউকে একটি পাপে উৎসাহিত করলে তার একটি পাপ মিলে তোমার পাপ হবে দুটি। সে যদি আরো পাচঁ জনকে উৎসাহিত করে, তবে তোমার পাপ হবে সাতটি। আর সেই পাচঁ জন যদি আরো পঞ্চাশজনকে উৎসাহিত করে তবে তোমার ঘাড়ে সাতান্নটি পাপ জমা হবে। তাই সাবধান। পাপ করলেও গোপন রাখো। কাউকে উৎসাহিত করোনা বা এক বিন্দু সমর্থনও দিয়োনা।
No comments